Question:প্রযুক্তি কীভাবে বিজ্ঞানীদের জ্ঞানকে ব্যবহার করে? 

Answer প্রযুক্তি হলো আমাদের জীবনের বাস্তব সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ। এটি মানুষের জীবনের মানোন্নয়নে বিভিন্ন পণ্য, যন্ত্রপাতি এবং পদ্ধতির উদ্ভাবন করে। যেমন- বিজ্ঞানীরা বিদ্যুৎ নিয়ে গবেষণা করে এ সম্পর্কে আমাদের ধারণা বা জ্ঞান সৃষ্টি করেছেন। এই বৈজ্ঞানিক জ্ঞানকে আবার রেফ্রিজারেটর, টেলিভশন, মোবােইল এবং বৈদ্যুতিক বাতি উদ্ভাবনে কাজে লাগানো হয়েছে। প্রযুক্তি নানান ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে, যেমন- শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ, যাতায়াত ইত্যাদি। 

+ Report
Total Preview: 1853
projukti kivabe bigganeder gganke babohar kare?
Copyright © 2024. Powered by Intellect Software Ltd