Question:প্রযুক্তির বিকাশ কেন ঘটে ? বিজ্ঞানের অপব্যবহারের ৪টি উদাহরণ লেখ।
Answer প্রযুক্তির বিকাশ ঘটে প্রয়োজন মেটাতে। প্রযুক্তিতে বিজ্ঞানের অপব্যবহারের চারটি উদাহরণ হলো- ১. টেলিভিশন ও কম্পিউটারের ব্যবহার যদি ভালো কাজে নিয়োজিত না হয়, তাহলে তা আমাদের সময়ের অপব্যবহার ঘটায়। ২. বন্দুক, বোমা, ট্যাংক ইত্যাদি যুদ্ধের অস্ত্র যা বিভিন্ন ধ্বংসাত্বক কাজে ব্যবহার হয়। ৩. বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে কয়লা পুড়িয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করি এর ফলে বায়ু দূষিত হয়। ৪. রাসায়নিক সার ও কীটনাশক অধিক খাদ্য উৎপাদনে ব্যবহার করা হয় কিন্তু এগুলো অতিরিক্ত ব্যবহারের ফলে মাটি ও পানি দূষিত হয়।
+ Report
projuktir bikasho ken ghte ? bigganer opababoharer ৪ti udahoron lekh.