Question:বিজ্ঞানীরা অনুসন্ধানের ক্ষেত্রে এক ধরনের পদ্ধতি অনুসরণ করেন। তাদের অনুসরণীয় পদ্ধতির নাম কী? এর কয়টি ধাপ রয়েছে ও কী কী? প্রথম ধাপটির বিবরণ দাও।
Answer বিজ্ঞানীরা অনুসন্ধানের ক্ষেত্রে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করেন। বৈজ্ঞানিক পদ্ধতির ৬টি ধাপ রয়েছে। ধাপগুলো হলো:- ১. পর্যবেক্ষণ, ২. প্রশ্নকরণ, ৩. অনুমান, ৪. পরীক্ষণ, ৫. সিদ্ধান্ত গ্রহণ, ৬. বিনিময়। বৈজ্ঞানিক পদ্ধতির প্রথম ধাপটি হলো- পর্যবেক্ষণ। চারপাশের পরিবেশ পর্যবেক্ষণ করার মধ্য দিয়ে আমরা প্রকৃতিক ঘটনা কিংবা নিজের পছন্দের কোনো বিষয় সম্পর্কে কৌতুহল বোধ করি।
+ Report
bigganera onushondhaner kkhetre ak dhroner padhti onushoron karen. tader onushoroniy padhtir namo ki? ar kayoti dhap royeche o ki ki? prothomo dhapatir biboron dao.