Question:কৃষি প্রযুক্তির ৫টি উপকারিতা লেখ। 

Answer কৃষি প্রযুক্তির ৫টি উপকারিত হলো- ১. আধুনিক ট্রাক্টর, সেচ পাম্প বা ফসল মাড়াই যন্ত্র মানুষকে স্বল্প সময়ে অধি:ক খাদ্য উৎপাদনের সাহায্য করে। ২. রাসায়নিক সার উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করে। ৩. বিভিন্ন ধরনের সারের ব্যবহারে ফসলের বৃদ্ধি পায়। ৪. রাসায়নিক পদার্থ ফসলের ক্ষতিকারক পোকা ও আগাছা দমন করে অধিক খাদ্য উপাদানের ভূমিকা রাখছে। ৫. জৈব প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে অধিক পুষ্টি সমৃদ্ধ, পোকামাকড় প্রতিরোধী ও অধিক ফলনশীল উদ্ভিদ উৎপাদনে সহায়তা করে। 

+ Report
Total Preview: 714
krishi projuktir ৫ti upakarita lekh.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd