Answer আমাদরে দৈনন্দিন জীবনে প্রযুক্তির ব্যবহার ব্যাপক। প্রযুক্তি হলো আমাদের জীবনের বাস্তব সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ। পরিবহন, চিকিৎসা, কৃষিসহ আমাদের বাসাবাড়িতেও প্রযুক্তির ব্যবহার লক্ষ করা যায়। বাসাবাড়িতে চলা বৈদ্যুতিক পাখা, বাতি, টেলিভিশন ইত্যাদি সবই প্রযুক্তির উপহার। কৃষিকাজে বর্তমানে ট্রাক্টর, সেচ পাম্প প্রভৃতি ব্যবহার করা হয়। এসব যন্ত্র মানুষের কৃষিকাজ অনেক সহজে ও স্বল্প সময়ে করতে সুযোগ দিয়েছে। যেকোনো ধরনের রোগ নির্ণয় ও চিকিৎসা প্রদানে নানা প্রযুক্তির ব্যবহার করা হয়, যেমন- মাইক্রোস্কোপ, থার্মোমিটার ইত্যাদি। প্রতিদিন আমাদের ব্যবহার করা বিভিন্ন যানবাহন, যেমন- গাড়ি, বাস, ট্রেন ইত্যাদিও প্রযুক্তির অবদান। সকল ক্ষেত্রেই আমাদের তাপশক্তি, বিদ্যুৎশক্তি, যান্ত্রিক শক্তি, শব্দশক্তি প্রভৃতি বৈজ্ঞানিক জ্ঞান কাজে লাগছে।