Question:কীভাবে নিম্নপাচ সৃষ্টি হয়?
Answer কোনো স্থানের তাপমাত্রা বেশি হলে বায়ু হালকা হয়ে উপরের দিকে উঠে যায়, ফলে সেখানে বায়ুচাপ কমে যায। একে নিম্নচাপ বলে। দিনে স্থলভাগ জলভাগ থেকে তুলনামূলকভাবে বেশি উষ্ণ থাকে। উষ্ণ স্থলভাগ তার উপরে থাকা বাতাসের উষ্ণতা বৃদ্ধি করে। বায়ু উষ্ণ হলে তা হালকা হয়ে উপরে উঠে যায়। ফলে ঐ স্থান ফাঁকা হয়ে নিম্নচাপের সৃষ্টি করে।
+ Report
kivabe nimonpach shishti hoyo?