Question:বাংলাদেশে কেন বর্ষাকালে অধিক বৃষ্টিপাত হয়? 

Answer বর্ষাকালে সূর্য বাংলাদেশের উপর খাড়াভাবে কিরণ দেয়। তাই বাংলাদেশে তখন প্রচুর গরম ও বায়ুচাপ কম থাকে। এসময়ে বাংলাদেশের দক্ষিণে অর্থাৎ বঙ্গোপসাগর এলাকা থেকে এদেশের দিকে প্রবাহিত হয়। দক্ষিণ থেকে এই বায়ু প্রচুর জলীয়বাষ্প নিয়ে আসে। এ জলীয়বাষ্পপূর্ণ বায়ুর কারণে বর্ষাকালে বায়ু আর্দ্র থাকে। এ জন্য বাংলাদেশে বর্ষকালে অধিক বৃষ্টিপাত হয়। 

+ Report
Total Preview: 3051
bangladeshe ken boroshakale odhik brishtipat hoyo?
Copyright © 2024. Powered by Intellect Software Ltd