Question:আবহাওয়া ও জলবায়ুর মধ্যে মিল ও অমিল কোথায়? 

Answer আবহাওয়া ও জলবায়ুর মধ্যে মিল ও অমিল নিচে আলোচনা করা হলো- কোনো বছরের কোনো নির্দিষ্ট সময়ে আবহাওয়া সম্পর্কে জানতে হলে জলবায়ু জানা জরুরী। অর্থাৎ কোনো নির্দিষ্ট স্থানের আবহাওয়া পরিবর্তনের যে ধরা তাই জলবায়ু পরিমাপক। আবার, জলবায়ু ও আবহাওয়ার উপাদানগুলো একই এবং সেগুলো হলো তাপমাত্রার আর্দ্রতা, বায়ুপ্রবাহ, মেঘ, বৃষ্টিপাত ও বায়ুচাপ। অন্যদিকে, আবহাওয়া হলো কোনো স্থানের আকাশ ও বায়ুমন্ডলের সাময়িক অবস্থা। আর জলবায়ু হলো কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার সামগ্রিক অবস্থা। 

+ Report
Total Preview: 4097
abohaoya o jalbayoুr modhe mil o omil kothayo?
Copyright © 2024. Powered by Intellect Software Ltd