Question:শফিক দিনের নির্দিষ্ট সময়ে আকাশ ও বায়ুমন্ডলের অবস্থা দেখে পোশাক পরিধান করে। এই নির্দিষ্ট সময়ের অবস্থাকে কী বলে? এটি পরিবর্তনের নির্দিষ্ট ধারার নামকী? এ সম্পর্কে তিনটি বাক্য লেখ। 

Answer উদ্দীপকের ঐ নির্দিষ্ট সময়ের অবস্থাকে আবহাওয়া বলে। আবহাওয়া পরিবর্তনের নির্দিষ্ট ধারার নাম জলবায়ু। জলবায়ু হলো কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা। বছরের কোনো সময়ের আবাহওয়া কেমন হতে পারে তা পূর্ব অভিজ্ঞতা ও জলবায়ুর ধারণা থেকে অনুমান করা যায়। আবহাওয়া ও জলবায়ুর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। 

+ Report
Total Preview: 659
shofek diner nirodisht shomoye akasho o bayoুmondoler oboshotha dekhe poshak paridhan kare. ai nirodisht shomoyer oboshothake ki bole? ati pariborotner nirodisht dharar namoki? a shomoparoke tinti bakjlekh.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd