Question:গ্রীষ্মের ছুটিতে সামী মামাবাড়ি গেলে আবহাওয়ার বিরূপ প্রভাব লক্ষ করল। অতি গরম আবহাওয়া দীর্ঘস্থায়ী হলো। একে কী বলে? আমাদের দেশে এরূপ অবস্থা কখন দেখা দেয়? এটি উক্ত এলাকার কী ক্ষতি করে তা দুটি বাক্যে লেখ। 

Answer অতি গরম আবহাওয়ার দীর্ঘস্থায়ী অবস্থা হলো তাপদাহ। আমাদের দেশে প্রতি বছরই তাপদাহ অনুভব করি। কিন্তু অস্বাভাবিক ও অসহনীয় তাপদাহ শত বছরে একবার দেখতে পাওয়া যায়। অস্বাভাবিক তাপদাহের ফলে সামীর মামাবাড়ি এলাকায় ফসল উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়। আবার তাপদাহের ফলে কখনো কখনো মানুষসহ হাজার হাজার জীবের মৃত্যু হয়। 

+ Report
Total Preview: 530
grishmer chutite shami mamabaড়ি gele abohaoyar birup provabo lkh karol. oti garomo abohaoya diroghshothayoী holo. ake ki bole? amader deshe arup oboshotha kokhon dekha deyo? ati ukto alakar ki khti kare ta duti bakje lekh.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd