Question:কীভাবে ঘূর্ণিঝড় সৃষ্টি হয় তা পাঁচটি বাক্যে লেখ। 

Answer ঘূর্ণিঝড় হলো নিম্নচাপের ফলে সৃষ্ট ঘূর্ণায়মান সামুদ্রিক বজ্রঝড়। অত্রাধিক গরমের ফলে ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরের পানি ব্যাপক হারে বাষ্পে পরিণত হয়। এর ফলে ঐ সকল স্থানে সৃষ্ট নিম্নচাপ থেকেই ঘূর্ণিঝড় তৈরি হয়। ঘূর্ণিঝড়ের সময় দমকা হাওয়া বইতে থাকে ও মুষল ধারে বৃষ্টি হতে থাকে। কখনো কখনো ঘূর্ণিজড়ের ফলে জলোচ্ছাস সৃষ্টি হয়। 

+ Report
Total Preview: 809
kivabe ghূroniঝড় shishti hoy ta paঁchti bakje lekh.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd