Question:গ্রিন হাউজের ভিতরের পরিবেশ গরম থাকে কেন? ব্যাখ্যা কর। 

Answer শীত প্রধান দেশে শাকসবজি চাষের জন্য গ্রিন হাউজ তৈরি করা হয়। কাঁচ বা প্লাস্টিকের ঘর বানিয়ে সেখানে সূর্যের তাপ ধরে রাখা হয়। কাঁচের বা প্লাস্টিকের এ ধরনের ঘরগুলোতে সূর্যের আলো প্রবেশ করে ঘরকে উষ্ণ করে। কিন্তু এই তাপ কাচ বা প্লাস্টিক ভেদ করে বের হতে পারে না। ফলে গ্রিন হাউজ তাড়াতাড়ি গরম হয় এবং তাপ গ্রিন হাউজের ভেতরে থেকে যায়। তাই গ্রিন হাউজের ভেতরের পরিবেশ সবসময় গরম থাকে। 

+ Report
Total Preview: 4248
grin haujer vetrer paribesho garomo thake ken? baakha karo.
Copyright © 2025. Powered by Intellect Software Ltd