Question:মানুষের কর্মকাণ্ড কীভাবে বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধি করছে তা ৫টি বাক্যে লেখ।
Answer মানুষের কর্মকাণ্ড কীভাবে বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধি করে তা হলো- ১. মানুষ বিদ্যুৎ উৎপাদনসহ যানবাহন ও কলকারখানা প্রভৃতিতে জীবাশ্মজ্বালানি ব্যবহার করার ফলে বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়। ২. বনভূমি ধ্বংসের ফলে গাছপালার মাধ্যমেকার্বন ডাইঅক্সা্ইডের শোষণের হার কমছে। ৩. ফলে বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধিপাচ্ছে। ৪. এতে বাতাসে ডাই অক্সাইড বেশি পরিমাণ তাপ ধরে রাখছে। ফলে দিন দিন পৃথিবীর তাপমাত্রা বেড়ি বৈশ্বিক উষ্ণায়ন ঘটছে।
+ Report
manusher karomokanড kivabe boishobik ushnayon briddhi karoche ta ৫ti bakje lekh.