Question:শীতকালে কাচের ঘরে সূর্যতাপ আটকে রেখে সবজি উৎপাদন করা যায় । এরুপ ঘরকে কী বলে ? এই ঘরের ন্যায় কাজ করে এমন বিষয় সম্পর্কে চারটি বাক্য লেখ । 

Answer শীতকারে কাচের ঘরে সুর্যর তাপ আটকে রেখে শাকসবজি উৎপাদন করা যায় এরুপ ঘরকে গ্রিন হাউস বলে । গ্রিন হাউসের ন্যায় পৃথিবীর বায়ূমন্ডল কাজ করে । এ সম্পর্কে চারটি বাক্য নিম্নরুপ - ১. বায়ুমন্ডলের জলীয় বাস্প ও কার্বন ডাইঅক্সাইড গ্যাস গ্রিন হাউসের কাচের দেওয়ালের মত কাজ করে । ২. দিনের বেলায় সুর্যর আলো বায়ুমন্ডুলের ভিতর দিয়ে ভুপৃষ্ঠ এসে পড়ে এবং ভূপৃষ্ঠ উওপ্ত হয় । ৩. কিছু তাপ বায়ুমন্ডলের গ্যাস গুুলোর কারনে পড়ে । ৪. ফলে রাতের বেলায় পৃথিবী উষ্ন থাকে, আর তাপ রাখার এই ঘটনাকে গ্রিন হাউস প্রভাব বলে । 

+ Report
Total Preview: 534
shitkale kacher ghre shoূrojotap atke rekhe shobogi utpadon kara jay . arup ghroke ki bole ? ai ghrer nnay kajo kare amon bishy shomoparoke charoti bakjlekh .
Copyright © 2025. Powered by Intellect Software Ltd