Question:তুমি কলকারখানায় অনেক জীবাশ্ন জ্বালানি পোড়াতে দেখ । এরুপ তিনটি জীবাশ্ন জ্বালানির নাম লেখ । এই জ্বালানি পোড়ানোর ফলে কোন গ্যাস নির্গত হয় । এই গ্যাস পৃথিবীতে কী সৃষ্টি করছে ?
Answer কলকারখানায় পোড়ানো হয় এমন তিনটি জীবাশ্ন জ্বালানি হলো -১. কয়লা ২. তেল ৩. প্রাকৃতিক গ্যাস । এই জ্বালানি পোড়ানোর ফলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস পৃথিবীর গড় তাপমাওা বৃদ্ধি করে বৈশ্বিক উঞ্চায়ন সৃষ্টি করে ।
+ Report
tumi kalkarokhanay onek jibashon jalani poড়ate dekh . arup tinti jibashon jalanir namo lekh . ai jalani poড়anor phole kon ggoasho nirogt hoy . ai ggoasho prithibite ki shishti karoche ?