Question:পৃথিবীর বায়ুমন্ডল কীভাবে গ্রিন হাউসের মত কাজ করে তা ৫টি বাক্য লেখ । 

Answer পৃথিবীর বায়ুমন্ডল যে গ্রিন হা্উসের মতো কাজ করে তা ৫টি বাক্য নিচে বর্ননা করা হলো - ১. পৃথিবীর বায়ুমন্ডলের জলীয়বাষ্প ও কার্বন ডাইঅক্সাইডের গ্যাস গ্রিন হাউজের কাচের দেওয়ালের মত কাজ করে । ২. দিনের বেলায় সুর্যর আলো বায়ুমন্ডলের ভিতর দিয়ে ভূপৃষ্ঠে পড়ে এবং ভুপৃষ্ঠ উওপ্ত হয় । ৩. রাতে ভূপৃষ্ঠ থেকে সে তাপ বায়ুমন্ডলে ফিরে আসে এবং ভূপৃষ্ঠে শীতল হয় । ৪. কিছু তাপ বায়ুমন্ডলের ঐ গ্যাস গুলোর কারনে আটকা পড়ে বলে রাতের বেলায় ও পৃথিবী উঞ্চ থাকে । ৫. আর তাপ ধরে রাখবার এই ঘটনাকে গ্রিন হাউজ প্রভাব বলা হয় । 

+ Report
Total Preview: 654
prithibir bayoুmondol kivabe grin hausher mot kajo kare ta ৫ti bakjlekh .
Copyright © 2025. Powered by Intellect Software Ltd