Question:পরিবেশের উপর জনসংখ্যার বৃদ্ধির পাঁচটি প্রভাব লেখ । 

Answer পরিবেশের উপর জনসংখ্যার বৃদ্ধির পাঁচটি কারণ হলো - ১. জনসংখ্যার বৃদ্ধির ফলে বাড়তি শস্য উৎপাদন এবং পশুপালনের জন্য মানুষ বন উজাড় করছে । ২. বাড়িঘর,রাস্তাঘাট এবং কলকারখানা তৈরীতেও অধিক জমি ব্যাবহার হচ্ছে । ৩. বনভূমি ধংসের ফলে বাস্তুসংস্থানের পরিবর্তন হয় । ৪. জীবের আবাস্থল ধংস হয় এবং জীব ধীরে ধীরে বিলুপ্ত হয় । ৫. এছাড়াও বনভুমি ধংসের ফলে ভূমিক্ষয় এবং ভূমিধ্বস হয় এতে অনেক মানুষ মারা যায় । 

+ Report
Total Preview: 8146
paribesher upar jonshongkhar briddhir paঁchti provabo lekh .
Copyright © 2025. Powered by Intellect Software Ltd