Question:প্লাটিহেলমিনথিস ও অ্যানেলিডা পর্বভুক্ত প্রাণীদের মধ্যে দুটি পার্থক্য লেখ।
Answer প্লাটিহেলমিনথিস ও অ্যানেলিডা পর্বভুক্ত প্রাণীদের দেহের কিউটিকলের ধরন ও রেচন অঙ্গের ক্ষেত্রে পার্থক্য রয়েছে। যেমন: (১) প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণীদের দেহ পুরু কিউটিকল দ্বারা আবৃত থাকে। অপরপক্ষে, অ্যানেলিডা পর্বের প্রাণীদের দেহ পাতলা কিউটিকল দ্বারা আবৃত থাকে। (২) প্লাটিহেলমিনথিস পর্বভুক্ত প্রাণীর রেচন অঙ্গ শিখা অঙ্গ। অন্যদিকে, অ্যানেলিডা পর্বভুক্ত প্রাণীদের রেচন অঙ্গ নেফ্রিডিয়া।
+ Report
ploatihelminthisho o ojoanelida parobovukto pranider modhe duti parothokjlekh.