Home  • General Knowledge • Bangladesh

গুরুত্বপূর্ণ সব সাধারণ জ্ঞান (সবার জানা উচিত)

১. খাবার স্যালাইন আবিষ্কার করে কোন প্রতিষ্ঠান? উ. আইসিডিডিআরবি
২. বাংলাপিডিয়া প্রকাশ করে কারা? উ. এশিয়াটিক সোসাইটি।
৩. বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে? উ. রাষ্ট্রপতি।
৪. ইসরাইল রাষ্ট্র কত সালে প্রতিষ্ঠিত হয়? উ. ১৯৪৮ সালে।
৫. দুই জার্মানি একত্রিত হয় কোন সালে? উ. ১৯৯০ সালে।
৬. মধ্যপ্রাচ্যের কোন দেশে সবচেয়ে বেশি পেট্রোল মজুদ আছে? উ. সৌদি আরব।
৭. ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয় কোন সালে? উ. ১৯৭৮ সালে।
৮. হিলারি ক্লিনটন আমেরিকার কোন নির্বাচনী এলাকা থেকে সিনেটর নির্বাচিত হন? উ. নিউইয়র্ক।
৯. ভারতে কয়টি অঙ্গরাজ্য আছে? উ. ২৮টি।
১০. যে ওষুধ রক্ত জমাট বাঁধতে দেয় না উ. হেপারিন।
১১. মানুষের লিঙ্গ নির্ণয়ী ক্রোমোজমের সংখ্যা কয়টি? উ. ১ জোড়া।
১২. আকাশ নীল দেখায় কেন? উ. নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি বলে।
১৩. রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো কিসের কাজ করে? উ. লেন্সের।
১৪. পানি ঢেলে কেরোসিনের আগুন নেভানো যায় না, কারণ কী? উ. কেরোসিন পানির চেয়ে হালকা বলে।
১৫. হীরক উজ্জ্বল দেখায়, কারণ কী? উ. আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়।
১৬. ‘বাঘে মহিষে এক ঘাটে জল খায়’-এখানে ‘বাঘে মহিষে’ কোন ধরনের কর্তা? উ. ব্যতিহার কর্তা।
১৭. ‘দুয়ারে দাঁড়ায়ে প্রার্থী, ভিক্ষা দেহ তারে’-এখানে ‘দুয়ারে’ কোন কারক? উ. ঐকদেশিক আধারাধিকরণ।
১৮. কোন বিরাম চিহ্নের ক্ষেত্রে থামার প্রয়োজন নেই? উ. লোপ চিহ্ন।
১৯. ‘কারচুপি’ শব্দের ‘কার’ উপসর্গটি কোন ভাষা থেকে এসেছে? উ. ফারসি।
২০. যে পুরুষ বিয়ে করেছে তাকে এক কথায় কী বলে? উ. কৃতদার।
২১. ‘গরুর শকট’ শব্দটি কী দোষে দুষ্ট? উ. গুরুচণ্ডালী।
২২. ‘না, আমি যাব না’-এখানে ‘না’ কোন ধরনের অব্যয়? উ. অনন্বয়ী অব্যয়।
২৩. ‘সবিতা’ কাব্যগ্রন্থটি কার লেখা? উ. সত্যেন্দ্রনাথ দত্ত।
২৪. নেতাজি সুভাষচন্দ্র বসুর অনুরোধে নজরুল কোন কবিতাটি লেখেন? উ. কাণ্ডারী হুঁশিয়ার।
২৫. রবীন্দ্রনাথের কোন উপন্যাসটি রাজনৈতিক? উ. গোরা।

Comments 0


Copyright © 2024. Powered by Intellect Software Ltd