Home  • Online Tips • Health

ত্বকের যত্নে মশুরের ডাল

আমরা সবাই মশুরের ডালকে ভাল করে চিনি। কারণ বাঙালীর খাবার টেবিলে ডালভাত না থাকলে রসনা বোধহয় অপূর্ণই রয়ে যায়। সবাই প্রতিদিন হয়তো ডাল খেয়ে থাকি। কিন্তু এই মশুরের ডাল যে ত্বকের জন্য কত উপকারি এটা আমরা সবাই হয়তো জানি না।

ত্বকে যত্নে যা যা ভূমিকা মশুরের ডালের—
১। ত্বকে উজ্জ্বলতা বৃদ্ধি করে। ২। ত্বকের কালচে ভাব দূর করে। ৩। ত্বক অর্থাৎ স্কিনকে টান টান রাখে। ৪। ত্বকের বলিরেখা দূর করে। ৫। রঙ ফর্সা করে। ৬। ত্বকের লুকানো ময়লা পরিষ্কার করে।
উপরোক্ত সকল কিছু আপনি ত্বকের যত্নে মশুরের ডালে পেয়ে থাকবেন। কিন্তু এখন প্রশ্ন হল কিভাবে এ ডাল আপনি ত্বকে ব্যবহার করবেন।

মশুরের ডালের প্যাক তৈরির নিয়ম—

মশুরের ডালকে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখুন। তারপর ডালের পেষ্ট তৈরী করুন। এরমধ্যে ২ চামচ দুধ দিন। এরপর মিক্স করে ভাল করে পেষ্ট তৈরি করুন। এবার আপনি মশুরের ডালের প্যাকটিকে আপনার ত্বকে প্রতিদিন ১ বার করে ব্যবহার করুন। খুব তাড়াতাড়িই আপনি এর সুফল দেখতে পারবেন।

Comments 3


মশুরের ডাল না খেয়ে ত্বকে ব্যবহার করতে হবে?
মশুরের ডাল খেতে মানা করা হয় নাই। এটা মেয়েদের রূপ চর্চার জন্য ও ব্যবহার করা হয়।
good idea
About Author
Zinia Islam
Copyright © 2024. Powered by Intellect Software Ltd