Home  • General Knowledge • Bangladesh

সাধারণ জ্ঞান - বাংলাদেশ বিষয়াবলি - lesson 1

• জাতীয় কৃষি দিবস- পহেলা অগ্রহায়ণ। • দেশের ডাক বিভাগে মোবাইল মনি অর্ডার সার্ভিস চালু হয়- ৯ মে ২০১০ । • ১ নভেম্বর ২০১০ ঢাকা-চট্টগ্রাম রুটে আন্তঃনগর ট্রেন উদ্বোধন করা হয়- চট্টলা এক্সপ্রেস । • সারা দেশে নিবন্ধিত কৃষকের সংখ্যা- এক কোটি ৮০ লাখ । • বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশন- রজিত মিত্র । • ঢাকার বাইরে প্রথম টেষ্টটিউব শিশু জন্ম হয়- কুমিল্লা । • ফুলবাড়ী (বিটুমিনাস) কয়লা খনি জেলায় অবস্থিত- দিনাজপুর। • ঘূর্ণিঝড় ‘আইলা’ নামকরণ করে দেশ- মালদ্বীপ। • ছয় দফা দাবি প্রথম কোথায় উত্থাপন করা হয়- লাহোরে (২২তম বিসিএস) । • মুক্তিযু্দ্ধের সময় মোট- ১১টি সেক্টর ছিল (২৯তম বিসিএস) । • মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন- জেনারেল আতাওল গনি ওসমানি(২৯তম বিসিএস) । • মুজিবনগর কোথায় অবস্থিত- মেহেরপুর (১৮তম বিসিএস) । • ঢাকা বিভাগে কয়টি জেলা আছে- ১৭টি (২২তম বিসিএস) । • বাংলাদেশের সবচেয়ে উওরের জেলা- পঞ্চগড় (২২তম বিসিএস) । • বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন- সেন্টমার্টিন (২৮তম বিসিএস) । • বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ- ভারত (২৯তম বিসিএস) ।

Comments 0


Copyright © 2024. Powered by Intellect Software Ltd