Home  • Online Tips • Trips & Tourism
রংপুর এক্সপ্রেস এটি চালু হয় ২০১১ সালের ২১ আগস্ট। এই ট্রেন ঢাকা থেকে ছেড়ে যায় সকাল নয়টায়। রংপুর থেকে পুনরায় ট্রেনটি ছেড়ে আসে রাত আটটায়। রংপুর এক্সপ্রেসের সাপ্তাহিক বন্ধের দিন রোববার। এই ট্রেন যাত্রাপথে ঢাকা বিমানবন্দর, নাটোর, বগুড়াসহ ১১টি স্টেশনে থামে। এতে এসি কেবিন, এসি চেয়ার, শোভন চেয়ার ও শোভন শ্রেণীর কামরা রয়েছে। রেলের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) সরদার সাহাদাত আলী প্রথম আলোকে বলেন, নতুন চারটি ট্রেনের মধ্যে হাওর এক্সপ্রেস যাত্রীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। প্রতিদিনই আসন পরিপূর্ণ হয়ে চলছে। রংপুর এক্সপ্রেস ও সিরাজগঞ্জ এক্সপ্রেসেও যাত্রীর ব্যাপক চাহিদা আছে।

Comments 7


bah.........nice information.
আপনি কি? SURE এই ট্রেন সাথে কোন কালো বিড়াল নেই।
কালো বিড়াল?
সুরিঞ্জিত সেনগুপ্ত কালো বিড়াল
About Bd politics..no comments,just hate this.....
তোমাদের বাড়ী যাওয়ার রাস্তা সবাইকে বলে দিলে?
Nop sir, for Rangpur division.....
About Author
Most Monira Begum
Copyright © 2024. Powered by Intellect Software Ltd