• বাংলাদেশ ব্যাংকের প্রথম নারী পরিচালক – অধ্যাপিকা হান্নানা বেগম।
• নবম ও বর্তমান জাতীয় সংসদে সরাসরি নির্বাচিত নারী সংসদ সদস্য – ১৯ জন।
• দেশের প্রথম গ্রানাইট খনি অবস্থিত - মধ্যপাড়া, দিনাজপুর।
• দেশে অনলাইনে জিডি(General Diary-GD) কার্যক্রম শুরু হয়- ৫ মার্চ ২০১০।
• তেল-গ্যাস অনুসন্ধানে সমুদ্র এলাকার ব্লক – ২৮টি।
• এশিয়া এনার্জি কোন দেশভিত্তিক খনিজসম্পদ অনুসন্ধানকারী কোম্পানি- ব্রিটেন।
• বাংলাদেশের প্রথম বেসরকারি কয়লা শোধনাগারের অবস্থান- বিরামপুর, দিনাজপুর।
• বাংলাদেশের প্রথম ও একমাত্র আন-র্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত বোটানিক্যাল গার্ডেন- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বোটানিক্যাল গার্ডেন।
• দেশের প্রথম নারী ওসির নাম- হোসনে আরা বেগম।
• জাতীয় সংসদের প্রথম নারী হুইপ- সাগুফতা ইয়াসমিন এমিলি।
• মহামায়া কৃত্রিম লেখ অবস্থিত- মিরসরাই (চট্টগ্রাম)।
• ফুলবাড়ী (বিটুমিনাস) কয়লা খনি জেলায় অবস্থিত - দিনাজপুর।
• সেমুতাং গ্যাসফিল্ড অবস্থিত- মানিকছড়ি, খাগড়াছড়ি।
• মৎস্য প্রশিক্ষণ ইনষ্টিটিউট অবস্থিত- চাঁদপুর।
• পাহাড়ি কৃষি গবেষণাকেন্দ্র অবস্থিত- খাগড়াছড়ি।
• ইভটিজিং ভাষার শব্দ- ইংরেজিতে বাংলা প্রতিশব্দ ‘উত্ত্যক্ত করা।
• বাংলাদেশে ড্রাগ টেষ্টিং ল্যাবরেটরি রয়েছে- ২টি (মহাখালী ও চট্টগ্রাম)।
• জনসংখ্যা নিয়ন্ত্রণে দেশব্যাপী নতুন স্লোগান- দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ।
Comments 0