Home  • General Knowledge • Bangladesh

সাধারণ জ্ঞান - বাংলাদেশ বিষয়াবলি - lesson 3

• বাংলাদেশে পরমাণু শক্তি কমিশন গঠিত হয়- ১৯৭৩ সালে(২৭তম বিসিএস) । • বাংলাদেশের পোস্টাল একডেমী কোথায় অবস্থিত- রাজশাহী(২৭তম বিসিএস) । • বাংলাদেশে সর্বপ্রথম কোন মহিলা টেস্ট টিউবে মা হন- ফিরোজা বেগম(২৭তম বিসিএস) । • ঢাকা বাংলার রাজধানী স্হাপনের সময় মোগল সুবেদার কে ছিলেন- ইসলাম খান(২৬তম বিসিএস) । • ‘সূর্য্যদীঘল বাড়ী’ চলচ্চিত্রর পরিচালক কে ছিলেন- শেখ নিয়ামত শাকের(২৬তম বিসিএস) । • বাংলাদেশের চিনি শিল্পের ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত- ঈশ্বরদী(২৬তম বিসিএস) । • মানবাধিকার দিবস পালিত হয়-১০ ডিসেম্বর(২৬তম বিসিএস) । • প্রধান নির্বাচন কমিশনারের মিয়াদকাল কত- ৫ বছর(২৫তম বিসিএস) । • বাংলাদেশ কোন সালে CTBT এর অনুমোদন করে-২০০০ সালে(২৫তম বিসিএস) । • বাঙ্গালী ও যমুনা নদীর সংযোগ কোথায়- বগুড়া(২৫তম বিসিএস) । • ‘সাবমেরিন কেবল’ প্রকল্পটি কোন মন্ত্রণালয়ের কার্যক্রম- ডাক ও টেলিযোগাযোগ(২৫তম বিসিএস) । • কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে- মিজোরাম(২৫তম বিসিএস) । • দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম- পূর্বাশা দ্বীপ(২৪তম বিসিএস) । • বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর- বেনাপোল(২৪তম বিসিএস) ।

Comments 0


Copyright © 2024. Powered by Intellect Software Ltd