• শহীদ মিনারের স্থাপতি- হামিদুর রহমান ।
• লালবাগ কেল্লা নির্মাণ করেন- মোহাম্মদ আজম শাহ ।
• ১০ তম ক্রিকেটের সবচেয়ে কম বয়সি অধিনায়ক- সাকিব আল হাসান,বাংলাদেশ ।
• ক্রিকেটে বাংলাদেশ কোন সালে টেস্ট মর্যাদা পায়-২৬ জুন ২০০০ সালে(৩০তম বিসিএস) ।
• বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর- ৩টি(ঢাকা,চট্টগ্রাম,সিলেট)
• মুজিব নগর কোথায় অবস্থিত- মেহেরপুরে ।
• বাংলাদেশ ব্যাংকের প্রথম নারী ডেপুটি গভর্নরের নাম- নাজনীন সুলতানা ।
• পঞ্চম আদমশুমারি অনুষ্ঠিত হয়- ১৫-১৯ মার্চ ২০১১ ।
• বাংলাদেশ প্রথম এশিয়ান গেমসে অংশ নেয়- ১৯৭৮ সালে ।
• বাংলাদেশে মোট জনসংখ্যার- ১.১৩% উপজাতি ।
• বাংলাদেশের উপজাতি বা আদিবাসী সংখ্যা- ২৭টি ।
• জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশী সভাপতি কে- হুমায়ুন রশীদ চৌধুরী(২৭তম বিসিএস) ।
• শান্তিবাহিনীর প্রতিষ্ঠাতা- মানবেন্দ্র নারায়ণ লারমা ।
• বাংলাদেশের দীর্ঘতম রেলসেতু- হার্ডিঞ্জ সেতু(এককভাবে)বঙ্গবন্ধু সেতু(বহুমুখী) ।
Comments 0