Home  • Online Tips • Religious

একটি জরুরী পোষ্ট

একটি জরুরী পোষ্ট, আশা করি, পড়ার পর সবাইকে সচেতন করার জন্য শেয়ার করবেন। ** আল্লাহ্ তুমি দড়ি ফালাও ! আমি ওপরে উঠে যাই ! ** মাইরালা / কেউ আমারে মাইরালা ** কস কি মমিন ... এই তিনটি উক্তি ফেবুতে খুব প্রচলিত । তিনটি উক্তিই মারাত্বক গুনাহ এর । প্রথম উক্তিটি ত সরাসরি আল্লাহর সাথে বেয়াদবি । একটু ঠান্ডা মস্তিস্কে চিন্তা করুন । আল্লাহকে দড়ি ফালাইতে বলা ম আসলে কুরআনের এই আয়াতটাই ঠিক , "তারা আল্লাহর যথাযোগ্য সম্মান দেয় না" (সুরা হাজ্জ) আর দ্বিতীয় উক্তিটি মজা করে বলা হলেও বলা ঠিক না । কারন রাসুল (সা) বলেছেন , "তোমরা নিজেদের মরণ কামনা করিও না"(বুখারী) তৃতীয় উক্তিটি নাস্তিকেরা মুসলমান মু‘মিনদেরকে অনলাইনে হেয় প্রতিপন্ন করার জন্য এই উক্তিটির প্রচলন ঘটায়। আপনি বলতে পারেন , "আরে মিয়া ধুর !! এইগুলা ত ফাইযলামি !!" কিন্তু আমি আপনাকে রাসুল (সা) এই হাদীসটি স্মরণ করিয়ে দিতে চাই , "মাঝে মাঝে বান্দা এমন কথা বলে যা গুরত্ব যে সে নিজেও জানে না যার ফলে সে নিজের কথার ফলে জাহান্নামের আসমান- জমিন দুরুত্বে নিজেকে নিক্ষেপ করে (মুসলিম) আমাদের উচিত সকল প্রকারের আজাইরা কথা বার্তা থেকে বির থাকা । রাসুল (সা) বলেন , "যে ব্যাক্তি আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস রাখে , সে যেন ভাল কথা বলে নয়ত চুপ থাকে " (মুসলিম 1ম খনড)

Comments 1


right
About Author
Mohammad Eleas Jony
Copyright © 2024. Powered by Intellect Software Ltd