গোলাপনামা
পৃথিবীতে প্রায় ১০০ থেকে ১৫০ প্রাজাতির গোলাপ ফুল রয়েছে। এই সমস্ত প্রজাতির মধ্যে রয়েছে বিভিন্ন উপ-প্রজাতি। সব মিলিয়ে প্রায় ৫৫০টি আলাদা আলাদা গোলাপের অস্তিত্ব রয়েছে পৃথিবী জুড়ে।
1. Madame Alfred Carriere
আবিষ্কৃত হয় : ১৮৭৯ সালে
গাছের প্রকৃতি : ঝোপাকৃতি
গাছের উচ্চতা : ৪-৬ ফিট
ফুল ফোটার ধরন : একে-একে বার-বার
ফুলের রং : গোলাপি, ফুল ঘ্রাণ যুক্ত, ফল বা বীজ হয় না।
2. Madame Antoine Mari
আবিষ্কৃত হয় : ১৯০১ সালে
গাছের প্রকৃতি : লতানো
গাছের উচ্চতা : ১৫-২০ ফিট
ফুল ফোটার ধরন : একে-একে বার-বার
ফুলের রং : সাদা, ফুল ঘ্রাণ যুক্ত, ফল বা বীজ হয় না।
3. Madame Berkeley
আবিষ্কৃত হয় : ১৮৯৯ সালে
গাছের প্রকৃতি : ঝোপাকৃতি
গাছের উচ্চতা : ৪-৬ ফিট
ফুল ফোটার ধরন : একে-একে বার-বার
ফুলের রং : Aprico, ফুল ঘ্রাণ যুক্ত, ফল বা বীজ হয় না।
4. Madame Carnot
আবিষ্কৃত হয় : ১৮৮৯ সালে
গাছের প্রকৃতি : ঝোপাকৃতি
গাছের উচ্চতা : ৪-৮ ফিট
ফুল ফোটার ধরন : একে-একে বার-বার
ফুলের রং : গোলাপি, ফুল ঘ্রাণ যুক্ত, ফল বা বীজ হয় না।
5. Madame Caroline Testout
আবিষ্কৃত হয় : ১৯০১ সালে
গাছের প্রকৃতি : লতানো
গাছের উচ্চতা : ১০-১২ ফিট
ফুল ফোটার ধরন : একে-একে বার-বার
ফুলের রং : গোলাপি, ফুল ঘ্রাণ যুক্ত, ফল বা বীজ হয় না
6. Madame Driout
আবিষ্কৃত হয় : ১৯০২ সালে
গাছের প্রকৃতি : ঝোপাকৃতি
গাছের উচ্চতা : ৪-৮ ফিট
ফুল ফোটার ধরন : একে-একে বার-বার
ফুলের রং : গোলাপি, ফুল ঘ্রাণ যুক্ত, ফল বা বীজ হয় না।
Comments 2