Computer Fundamental | কম্পিউটার ফান্ডামেন্টাল
What Is Computer? | কম্পিউটার কি?
Computer শব্দটির সাধারণ অর্থ হচ্ছে গণক যন্ত্র৷ ল্যাটিন শব্দ Compute থেকে ইংরেজী Computer শব্দের উত্পত্তি৷Compute শব্দটির অর্থ গণনা বা হিসাব নিকাশ করা৷ কম্পিউটারের সাহায্যে মূলতঃ যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি কার্যাবলী সম্পাদন করা যায়৷ কিন্তু বর্তমান যুগে কম্পিউটারের বহুমুখী ব্যবহারের ফলে কম্পিউটারের সংঙ্গা অনেক ব্যাপকতা লাভ করেছে৷
কোন সীমিত সংঙ্গা দিয়ে আর কম্পিউটারকে গন্ডীবদ্ধ করা যায় না৷
Who Is The Inventor of Computer? | কম্পিউটার -এর আবিষ্কারক কে?
বিশিষ্ট বিজ্ঞানী ব্রিটিশ গণিতবিদ চার্লস ব্যাবেজ আধুনিক কম্পিউটারের মূলনীতি নির্ধারণ করেন৷ বৈজ্ঞানিক প্রযুক্তির অভাবে ব্যাবেজের এই মূলনীতি বাস্তবায়ন করা সম্ভব হয়নি৷ তবুও তাঁর এই যুগান্তকারী চিন্তাভাবনা এবং প্রচেষ্টার জন্য তাঁকে আধুনিক কম্পিউটারের জনক বলা হয়৷ ১৮৮৭ সালে ডাক্তার হারমান হলেরিথ আমেরিকার আদমশুমারীর কাজ দ্রুত সম্পাদনের জন্য চার্লস ব্যাবেজের মূলনীতি নিয়ে গবেষনা শুরু করেন৷ পরে ১৯১১ সালে দু'টি ভিনড়ব কোম্পানীর সহযোগীতায় তিনি কমপিউটিং, টেবুলেটিং ও রেকর্ডিং কোম্পানী প্রতিষ্ঠা করেন৷ যা পরে বিশ্ব বিখ্যাত IBM (International Business Machine) -এ রূপান্তরিত হয়৷
Computer Structure | কম্পিউটার এর গঠন প্রনালীঃ
Computer মূলতঃ তিনটি অংশে বিভক্ত৷ যেমন -
1 Input Device. উদাহরণঃ কী বোর্ড, মাউস, জয়স্টিক,স্কানার ইত্যাদি৷
2 Central Processing Unit (CPU)
3 Output Device. উদাহরণঃ মনিটর, প্রিন্টার, স্পিকার প্রভৃতি৷
Measurement of Data of The Computer : Computer -এর তথ্য পরিমাপের এককঃ
বাইনারী নাম্বার পদ্ধতিতে ব্যবহৃত অংক ০ (শুন্য) এবং ১ (এক) কে Bit বলে৷ ইংরেজী Binary শব্দের Bi ও Digit শব্দেরt নিয়ে Bit শব্দটি তৈরী হয়েছে৷ কম্পিউটার স্মৃতিতে রক্ষিত ০ ও ১ এর কোড দিয়ে বিভিনড়ব তথ্য সংরক্ষিত থাকে৷ এ কারণে কম্পিউটারের
স্মৃতির ধারণ ক্ষমতার ক্ষুদ্র একক হিসাবে Bit শব্দটি ব্যবহৃত হয়৷ কম্পিউটার এই ০ ও ১ দ্বারা যে বিশেষ পদ্ধতিতে কম্পিটারের কাজ
করে তাকে কম্পিটারের যান্ত্রিক ভাষা বলা হয়৷
Bit, Byte, KB,MB,GB এবং এর মধ্যে সম্পর্কঃ
কম্পিউটারের স্মৃতিতে বিট, বাইট বা কম্পিউটারের শব্দ ধারণের সংখ্যা দ্বারা ধারণ ক্ষমতা নির্দেশ করা যায়৷ সাধারনতঃ বাইট দিয়ে স্মৃতির ধারণ ক্ষমতা প্রকাশ করা হয়৷ তবে বলা দরকার যে বিট হচ্ছে কম্পিটারের সংখ্যা পদ্ধতির ক্ষুদ্রতম একক৷ এদের মধ্যে সমর্্পক নিচে তুলে ধরা হলঃ
8 Bit = 1 Byte
1024 Byte = 1 Kilobyte (KB) [1 Byte = 1 Character]
1024 Kilobyte = 1 Megabyte (MB)
1024 Megabyte = 1 Gigabyte (GB)
1024 Gigabyte = 1 Terabyte (TB)
How Many Parts of a Computer? | কম্পিউটার এর কয়টি অংশ ও কি কি?
Hardware: কম্পিউটারের সকল প্রকার যন্ত্র বা, যন্ত্রাংশকে Hardware ((হার্ডওয়্যার) বলা হয়৷
Software: নিষপ্রান হার্ডওয়্যারকে কার্যক্ষম করে সভিয় করে তোলার জন্য ব্যবহৃত প্রোগ্রামই হচ্ছে সফটওয়্যার৷
What Is Memory? | স্মৃতি কি?
মানুষের মতো কম্পিউটারেরও মেমোরী বা, স্মৃতি রয়েছে৷ কম্পিউটারের স্মৃতিকে দুই ভাগে পর্যায়িত করা যায়৷ যথাঃ
১ প্রধান স্মৃতি (Main memory) যেমনঃ RAM, ROM|
২ সহায়ক স্মৃতি (Auxiliary memory) যেমনঃ ফ্লপি ডিস্কেট, হার্ডডিস্ক, কমপ্যাক্ট ডিস্ক প্রভৃতি৷
What Is RAM? | RAM কি?
RAM (Random Access Memory) একটি অস্থায়ী (Volatile) স্মৃতি ভান্ডার ৷ Input Device হতে সকল প্রকার তথ্য RAM এ জমা হয়৷ প্রধান স্মৃতির এ অংশে যখন তখন নতুন তথ্য লেখা যায়, তথ্য পড়া যায় এবং ইচ্ছা করলে তথ্য সমূহ মুছে ফেলা যায়৷ RAM -এর তথ্য পড়া ও লেখা উভয় কাজই সম্পাদন করা যায় বলে একে লিখন পঠন স্মতিও (Read Write Memory) বলা হয়ে থাকে৷ বিদু্যত্ সরবরাহ বন্ধ হলে RAM এ রক্ষিত সকল তথ্য মুছে যায়৷ তাই একে অস্থায়ী স্মৃতি হিসাবে অভিহিত করা হয়৷
What Is ROM? | রম কি?
ROM (Read Only Memory) একটি স্থায়ী (Non Volatile) স্মৃতি ভান্ডার৷ প্রধান স্মৃতির এই অংশটি স্থায়ী, অপরিবর্তনীয় ও অধ্বংসাত্বক স্মৃতি৷ Computer - এ বিদু্যত্ সরবরাহ বন্ধ করে দিলেও এই স্মৃতিতে রক্ষিত তথ্য মুছে যায় না৷ ROM - -এ নতুন কিছু সংযোজন, সংশোধন বা পরিবর্তন করা যায় না৷ এই অংশে লিখিত তথ্য শুধুমাত্র পড়া যায়, কিন্তু লেখা যায় না৷ তাই একে স্থায়ী স্মৃতি হিসাবে অভিহিত করা হয়৷
What Is Operating System? | Operating System কি?
Operate (চালানো) থেকে Operating শব্দের উত্পত্তি৷ শব্দের আভিধানিক অর্থ হলো পরিচালনা করা৷ আর System শব্দের অর্থ হলো পদ্ধতি৷ Operating System বলতে কম্পিউটার পরিচালনা করার পদ্ধতিকে বুঝায়৷ Operating System বলতে পরিচালনা করা বুঝায় না৷ যখনই আমরা কোন কম্পিউটার চালু করতে যাই তার পূর্বে আমাদেরকে জানতে হবে কম্পিউটারে Operating System আছে কিনা৷ কেননা Operating System কম্পিউটারের সমস্ত অংশ নিয়ন্ত্রন করে৷ তালাবদ্ধ একটি ঘরে প্রবেশ করতে হলে যেমন চাবির প্রয়োজন হয়, না হলে ঢুকা সম্ভব নয়৷ তেমনি ভাবে কম্পিউটার চালাতে প্রয়োজন হয় Operating System. যেমনঃ উইন্ডোজ, ইউনিক্স, লিনাক্স, ম্যাক ওএস, পাওয়ার ওপেন প্রভৃতি৷
Comments 2