Home  • Online Tips • Health

গাজরের জুসের ১০টি উপকারিতা

উপকার ১ গাজরের জুসে ক্যালরির পরিমাণ খুব কম; যা ওজন কমাতে বেশ সহায়ক। উপকার ২ লিভারের কার্যকারিতা ও স্বাস্থ্য এবং হজম শক্তি বৃদ্ধি পায়। উপকার ৩ গাজরের জুস ভিটামিন ই সমৃদ্ধ, যা ক্যান্সার প্রতিরোধে কার্যকর। উপকার ৪ যে কোন ব্যথা-বেদনা এবং বয়সের ছাপ কমিয়ে রাখতে সাহায্য করে। উপকার ৫ গাজরের জুস ভিটামিন এ সমৃদ্ধ, যা দৃষ্টি শক্তি বাড়াতে সাহায্য করে। হাড়ের রোগ, অস্টিওপরোসিস ইত্যাদি কমাতে সাহায্য করে। উপকার ৬ এর পটাশিয়াম, কোলেস্টেরল কমাতে সাহায্য করে। উপকার ৭ গাজরের জুস, লিভারের জন্য খুবই উপকারী। লিভারের চর্বি ও পিত্ত কমাতে সাহায্য করে। উপকার ৮ ত্বকের লাবণ্য ও উজ্জ্বলতা বাড়ায়। উপকার ৯ গাজরের জুস বিটা-ক্যারোটিন সমৃদ্ধ, যা অ্যান্টিঅক্সিডেন্ট, কোষের ক্ষয় রোধে সহায়ক এবং দ্রুত বুড়িয়ে যাওয়াকে রোধ করে। উপকার ১০ বিটা-ক্যারোটিন শরীরে নিজে নিজেই ভিটামিন এ তে রূপান্তরিত হয়। শরীরের নিজের তৈরি এই ভিটামিন শরীরের জন্য খুবই উপকারী।

Comments 5


গাজর খায় খোরগোশে

আপনাকে অনেক ধন্যবাদ উপকারীগুলো সুন্দর ভাবে তুলে ধরার জন্য। কিন্তু দুঃখের বিষয় গাজরের জুস আমার কাছে একদম টেস্টি মনে হয় না, চিন্তা করছি এটির সাথে আরও কি কি মিলিয়ে মজাদার করা যায়।

Thumbs Up
হুররে হুয়া কেয়া মজা,
বনের রাজা কুপকাৎ
কুয়োর মধ্যে লম্ফ দিয়ে
বনের রাজার প্রাণপাৎ
... ... .. ..
গাজর কপি মটরশুটি
কেবল খাও তরকারি
বাড়বে মেধা, গায়ের বল
বুদ্ধি হবে তরবারি।
ধন্যবাদ ভাই এত সুন্দর একটা তথ্য দেয়ার জন্য
About Author
Abdul  Baten
Copyright © 2024. Powered by Intellect Software Ltd