১. ভেষজ ওষুধ হিসেবে সাজনা ও সাজনা গাছের ব্যবহার হয় মূলত তিনটি ক্ষেত্রে।২. যেমন ব্যথা নিবারক, পোস্টিক নালির ক্ষমতা বৃদ্ধিকারক এবং রক্ত সংবহনতন্ত্রের ক্ষমতা বৃদ্ধিকারক।৩. সাজনা গাছের ছাল এবং মূলের নির্যাস ব্যথা নিবারক হিসেবে কাজ করে। শরীরের কোনো মাংস পেশিতে ব্যাথা অনুভব হলে সেই স্থানটিতে সাজনা গাছের ছাল কিংবা মূল বেটে লাগিয়ে দিতে হয়।৪. সাজনার ছাল ও মূলের রস নিয়মিতভাবে ৩/৪ দিন খেলে শরীরের কৃমিমুক্ত হয়ে যায়।৫. সাজনা খাদ্য হজমের প্রক্রিয়ায় সাহায্য করে।৬. বদ হজম কিংবা কোষ্ঠ-কাঠিন্য দূর করতে হলে সাজনার রস খাওয়া প্রয়োজন।৭. সাজনা তরকারি খেলে খাদ্য হজমের ক্ষমতা বাড়ে।৮. সাজনা রক্ত সংবহনতন্ত্রের ক্ষমতা বাড়ায়।৯. সাজনার কচি পাতার রস নিয়মিতভাবে খেলে রক্ষের উচ্চচাপ ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে।১০. সাজনা গাছের ফল কাঁচা অবস্থায় খাওয়া যায়। এটি একটি পুষ্টিকর খাদ্য।
Comments 0