প্রথমে নোটপ্যাড অথবা এক্সেল শিটে ডাটা এন্ট্রি করে csv ফরম্যাটে xampp/wamp এর htdocs এ সেভ করুন।
আপনার ফাইলটি এক্সেল প্রোগ্রাম দিয়ে ওপেন করলে নিম্নরুপভাবে দেখতে পাবেনঃ
কিন্তু আপনার এক্সেল ফাইলটি open with নোটপ্যাড দিয়ে ওপেন করলে নিচের ফরম্যাটে দেখতে পাবেন।
এখন একটি এইচপি ফাইল ক্রিয়েট করে csv ফাইল যেখানে সেভ করেছেন সেই একই ডিরেক্টরিতে সেভ করুন। এবার পিএইচপি ফাইলটিতে নিচের কোডগুলো লিখুন। উল্লেখ্য csv ফাইল এর ডাটাগুলো টেবিল আকারে উপস্থাপনের জন্য পিএইচপির সাথে কিছু এইচটিএমএল কোড যুক্ত করা হয়েছে। এবার ব্রাউজার ওপেন করে localhost থেকে আপনার পিএইচপি ফাইল টি রান করলে csv ফাইল এর ডাটাগুলো ওয়েব ব্রাউজার এ টেবিল আকারে দেখতে পাবেন ।
Comments 3