How to admit a student at Intellect Academy ERP?
1 Create student
2 Edit Student
একজন শিক্ষার্থীর রেজিস্ট্রেশন করতে হলে প্রথমে আমাকে যেতে হবে
Academy => Student => Create Student
(Double click on screenshot to see it full screen and double click on it again to become it normal size)
Create Student ক্লিক করার পর শিক্ষার্থীর রেজিস্ট্রেশন ফরমটি দেখতে পারব
Class, Session, Batch এবং MEDIUM তৈরি না থাকে তা হলে আপনাকে তৈর করে নিতে হবে। যে ভাবে তৈর করবেন Link এ Click করেন।
1 Student info সকল তথ্যগুলো পূরণ করব
2 ফটোর আইকনের উপর ক্লিক করলে আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপ থেকে ছবি আপলোড করতে পারবেন অথবা ওয়েবক্যাম বা ল্যাপটপের ক্যামেরা দিয়েও
Start Webcam বাটনে ক্লিক করে আপনি ছবি নিয়ে নিতে পারবে
3 Control Account => Cash হয়ে আছে যেহেতু আমরা শিক্ষার্থী থেকে টাকা পেয়ে থাকি এর জন্য আমাদের Account Receivable করতে হবে
4 আমরা যদি শিক্ষার্থীর রেজিস্ট্রেশন ফর্মটির পূরণের সময় সাথে সাথে এডমিশন করতে চাই তাহলে
With Admission চেকবক্সটি টিক দিয়ে রাখব আর যদি শুধুমাত্র রেজিস্ট্রেশন করতে চাই এডমিশন করতে না চাই তাহলে
চেকবক্সটি টিক তুলে দিব।
উপরের টেব এ Parental info তে Click করলে আমরা এই ফরমটি দেখতে পারব।
উপরের টেব এ Attachment তে Click করলে আমরা এই ফরমটি দেখতে পারব।
Dropdown এ Photo Signature ইত্যাদি থাকবে। যখন Attachment photo থাকবে তখন photo রেখে browse বাটনে এ click করলে কম্পিউটার ফাইল আসবে, আপনার প্রয়োজন অনুযায়ী photo select করে প্লাস (+) বাটনে Click করলে Attachment হয়ে যাবে। প্রয়োজন অনুযায়ী আরো select করে একি ভাবে প্লাস (+) বাটনে click করে যোগ করব এবং Save To বাটনে Click করে Attachment গুলো কোথায় রাখবেন আপনার কম্পিউটার এ ঔ পাথ ঠিক করে দিবেন।
পরবতীতে আবার Student Info তে চলে আসব এবং Register বাটনে Click করলে একজন শিক্ষার্থীর Registration and Admission কাজ সম্পূণ হবে।
4536 | Mohammad Rajib
Email: ahmedrajib255@gmail.com
Joined: 14 Oct 2024
Comments 0