How to Create Person at Intellect Academy ERP?
(কিভাবে একজন ব্যক্তি তৈর করা হয় ইন্টেলেক্ট একাডেমি সফটওয়্যারের মাধ্যমে?)
HR => Organization => Create Organization Chart Click
Create Organization Chart Click করলে এই ফরমটি দেখতে পারব
[যদি Unit, Section, Position আগে থেকেই তৈরি থাকে তা হলে সরাসরি Person (4 no) চলে যাব যদি না থাকে তাহলে সিরিয়াল অনুযায়ী যাব]
1 Unit এর প্লাস (+) বাটনে Click করলে নিচের Dialog box টা দেখতে পারব এবং প্রয়োজন অনুযায়ী তথ্য দিয়ে Unit টি তৈর করে নিব।
2 Section তৈরি করতে হলে Unit এর উপর Mouse Right Button Click করলে এই Dialog box টি দেখতে পারব।
* Add Section Click করলে নিচেন Dialog box টি দেখতে পারব
* Dropdown থেকে Unit টা select করে নিব এবং প্রয়োজনী তথ্য দিয়ে Save বাটনে Click করলে Section তৈরি হয়ে যাবে।
3 Position তৈরি করতে হলে Section এর উপর Mouse Right Button Click করলে এই Dialog box টি দেখতে পারব।
* Add Position Click করলে নিচেন Dialog box টি দেখতে পারব
* Dropdown থেকে Section ও Category টা select করে নিব এবং প্রয়োজনী তথ্য দিয়ে Save বাটনে Click করলে Position তৈরি হয়ে যাবে।
4 Person তৈরি করতে হলে Position এর উপর Mouse Right Button Click করলে এই Dialog box টি দেখতে পারব।
* Add Person Click করলে নিচেন Dialog box টি দেখতে পারব
1 Company, Unit, Section এবং Current Position প্রয়োজন অনুযায়ী Select করে নিব Dropdown থেকে।
2 Dropdown থেকে Type টা Select করে নিব যে Type এর Person তৈরি করতে চাই
3 Name লিখে icon এ Click করলে Display Name টা Auto চলে আসবে।
*** প্রয়োজনীয় তথ্য গুলো দিয়ে Save বাটনে Click করলে Person তৈরি হয়ে যাবে।
Comments 0