সাধারণ জ্ঞান ও বিজ্ঞান
১. বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার কত (২০০৯-২০১০ সাল)?
ক) ২.০৩ খ) ১.৩২ গ) ১.৮৯ ঘ. ২.০১
২. বাংলাদেশে কৃষিতে শ্রমশক্তির শতকরা হার কত?
ক) ৪৮.৪% খ. ৫৯.৩% গ) ৪৭.৭% ঘ. ৭০.২%
৩. বাংলাদেশে চলতি মূল্যে মাথাপিছু জাতীয় আয় (মার্কিন ডলারে) কত?
ক) ৬৯৯ খ) ৭৫০ গ) ৬৫২ ঘ) ৬৭০ মার্কিন ডলার
৪. বাংলাদেশে জাতীয় মহাসড়ক (২০১০ সাল) কত কিলোমিটার?
ক) ৪২২২ খ) ৩১৭৫ গ) ৩৪৭৮ ঘ) ৪৭২০
৫. বাংলাদেশে আমদানি করা জ্বালানি তেলের ওপর নির্ভরশীলতা কমিয়েছে কোনটি?
ক) সৌর প্যানেল খ) গ্যাসোলিন গ) কয়লা ঘ) সিএনজি
৬. ‘বুক বিল্ডিং পদ্ধতি’ নিচের কোনটির সঙ্গে সম্পৃক্ত?
ক) শেয়ারবাজার খ) বহুতল বিল্ডিং গ) ব্যবসা-বাণিজ্য ঘ) বিমানবন্দর ব্যবস্থাপনা
৭. বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে কোন দেশ?
ক) ভারত খ) মালদ্বীপ গ) ইকুয়েডর ঘ) বাংলাদেশ
৮. বাংলাদেশে ২০০৮-০৯ অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধির হার কত ছিল?
ক) ৫.৭৪% খ) ৬.০১% গ) ৫.৯২% ঘ) ৬.০৮%
৯. বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সরকার কী ধরনের প্রকল্প গ্রহণ করেছে?
ক) সংযোগ কেটে দিচ্ছে খ) বিনা মূল্যে এনার্জি সেভিং বাতি দিচ্ছে গ) সংযোগ দিচ্ছে না ঘ) কারখানা বন্ধ করে দিচ্ছে
১০. বাংলাদেশ কবে থেকে মুদ্রানীতি ঘোষণাপত্র প্রকাশ করে?
ক) ২০১০ জানুয়ারি খ) মার্চ ২০০৮ থেকে গ) জানুয়ারি ২০০৬ থেকে ঘ) মে ২০০৯ থেকে
১১. বাংলাদেশে তফশিলি ব্যাংকের সংখ্যা কত?
ক) ৪৭টি খ) ৫৮টি গ) ৪টি ঘ) ২৮টি
১২. ‘ক্রেডিট ইনফরমেশন ব্যুরো’ (সিআইবি) বিষয়টি কোন প্রতিষ্ঠান সংশ্লিষ্ট?
ক) বাংলাদেশ ব্যাংক খ) গ্রামীণফোন গ) ক্ষুদ্রঋণ প্রকল্প ঘ) সোনালী ব্যাংক
১৩. নিচের কোন দেশটি ‘সাফটা’-এর সদস্য নয়?
ক) বাংলাদেশ খ) ভারত গ) নেপাল ঘ) মিয়ানমার
১৪. নিচের কোন দেশটি ‘ডি-৮’-এর সদস্য নয়?
ক) মালদ্বীপ খ) ইন্দোনেশিয়া গ) বাংলাদেশ ঘ) তুরস্ক
১৫. বাংলাদেশি টাকার ভাসমান বিনিময় হার ব্যবস্থা চালু হয় কবে থেকে?
ক) ১ জানুয়ারি ২০০৫ খ) ৩১ মে ২০০৩ গ) ১ জুন ২০০৯ ঘ) ১ জুলাই ২০০৮
১৬. বাংলাদেশের জিডিপিতে কৃষি খাতের (২০০৯-১০ অর্থবছর) অবদান কত শতাংশ?
ক) ২০.৩৭% খ) ২০.১৬% গ) ২৯.২১% ঘ) ২৬.০৭%
১৭. ‘ডেসকো’ কোন কাজের সঙ্গে সম্পৃক্ত?
ক) গ্যাস উৎপাদন খ) ব্যবসা-বাণিজ্য গ) বিদ্যুৎ ঘ) গ্যাস উত্তোলন
১৮. বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসে নিচের কোন পদার্থটি থাকে না?
ক) মিথেন খ) কার্বন গ) অক্সিজেন ঘ) সালফার
১৯. PKSF কী?
ক) বিদ্যুৎ উৎপাদন প্রতিষ্ঠান খ) ক্ষুদ্রঋণ ও বিনিয়োগ তহবিল বিতরণের প্রতিষ্ঠান গ) টিভি চ্যানেল প্রতিষ্ঠান ঘ) চিকিৎসা প্রদানকারী প্রতিষ্ঠান
২০. বিশ্বে জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ কোনটি?
ক) পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি খ) গাড়ির ব্যবহার বৃদ্ধি গ) গ্যাস উৎপাদন বৃদ্ধি ঘ) কোনোটি নয়।
সঠিক উত্তর: ১. খ ২. ক ৩. খ ৪. গ ৫. ঘ ৬. ক ৭. ঘ ৮. ক ৯. খ ১০. গ ১১. ক ১২. ক ১৩. ঘ ১৪. ক ১৫. খ ১৬. খ ১৭. গ ১৮. ঘ ১৯. খ ২০. ক।
Comments 0