Question:৩০ জুন তারিখে একটি প্রিন্টিং-এর দোকান একজন গ্রাহককে ১,০০০ টাকার সেবা প্রদান করে। ৫ জুলাই তারিখে বকেয়া পরিমাণের জন্য তাকে বিল পাঠানো হয়। ২৫ জুলাই তারিখে তার নিকট থেকে ১,০০০ টাকার একটি চেক গ্রহণ করা হয়। প্রিন্টিং-এর দোকানটি GAAP অনুসরণ করে এবং আয় স্বীকৃতি নীতি প্রয়োগ করে। ১,০০০ টাকার সেবা কখন উপার্জিত হয়েছে বলে বিবেচনা করতে হবে? (On June 30, a printing shop provides Tk. 1,000 of services to a customer. The customer is sent a bill on July 5 for the amount due. A check in the amount of Tk. 1,000 is received from the customer on July 25. The printing shop follows GAAP and applies the revenue recognition principle. When is the Tk. 1,000 services considered to be earned?) 

A ৩০ জুন (June 30) 

B ১ জুলাই (July 1) 

C ৫ জুলাই (July 5) 

D ২৫ জুলাই (July 25) 

E ৩১ ডিসেম্বর (December 31) 

+ Answer
+ Report
Total Preview: 605

Copyright © 2024. Powered by Intellect Software Ltd