1. Question: কোন সুষম বহুভূজের বহি:স্থ কোণের পরিমাণ কত হলে বাহুর সংখ্যা ৬টি হবে?

    A
    ৬০ degree

    B
    ৮০ degree

    C
    ১২০ degree

    D
    ১৮০ degree

    Note: Not available
    1. Report
  2. Question: একটি মইয়ের এক প্রান্ত ভূমি থেকে ১২ মিটার উঁচু একটি ঘরের জানালা বরাবর পৌঁছায় এবং অপর প্রান্ত ঘর থেকে ৫ মিটার দূরে থাকে।মইয়ের দৈঘ্য কত?

    A
    ২০ মিটার

    B
    ১৮ মিটার

    C
    ১৫ মিটার

    D
    ১৩ মিটার

    Note: Not available
    1. Report
  3. Question: একটি বর্গাকৃতি ক্ষেত্রের পরিসীমা ৪৪ মিটার হলে এর ক্ষেত্রফল কত?

    A
    ৮৮ বর্গমিটার

    B
    ১২০ বর্গমিটার

    C
    ১২১ বর্গমিটার

    D
    ১৩২ বর্গমিটার

    Note: Not available
    1. Report
  4. Question: একটি বৃত্তের যে কোনে দুটি বিন্দুর সংযোজক রেখাংশকে কি বলে?

    A
    ব্যাস

    B
    ব্যাসার্ধ

    C
    চাপ

    D
    জ্যা

    Note: Not available
    1. Report
  5. Question: দুটি ত্রিভূজের  মধ্যে কোন উপাদানগুলো সমান হওয়া সত্ত্বেও ত্রিভূজ দুটি সর্বসম নাও হতে পারে?

    A
    তিন কোন

    B
    তিন বাহু

    C
    দুই বাহু ও অন্তভূক্ত কোণ

    D
    দুই কোন ও এক বাহু

    Note: Not available
    1. Report
  6. Question: দুইটি নল দ্বারা চৌবাচ্চা যথাক্রমে ২০ মিনিট ও ৩০ মিনিটে পানি পূর্ণ করা যায়। চৌবাচ্চাটি খালি অবস্থায় দুইটি নলই একসঙ্গে খুলে দেওয়া হল। প্রথম নলটি কখন বন্ধ করলে মোট ১৮ মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হবে?

    A
    ৮ মিনিট পরে

    B
    ৬ মিনিট পরে

    C
    ১০ মিনিট পরে

    D
    ৪ মিনিট পরে

    Note: Not available
    1. Report
  7. Question: AB রেখাংশের উপর একটি বিন্দু P হলে কোন সম্পর্কটি সবসময় প্রযোজ্য?

    A
    AP=BP

    B
    AB>AP

    C
    AB>AP+BP

    D
    AP>BP

    Note: Not available
    1. Report
  8. Question: এক ব্যক্তি উত্তর দিকে ৪ মাইল,তারপর পূর্ব দিকে ১২ মাইল এবং শেষে আবার উত্তর দিকে ১২ মাইল গেল।প্রাথমিক অবস্থান থেকে সে সোজা কত দূর গেল?

    A
    ১৭ মাইল

    B
    ১৮ মাইল

    C
    ২০ মাইল

    D
    ২৪ মাইল

    Note: Not available
    1. Report
  9. Question: গমের মূল্য ১৫% কমে যাওয়ায় ৬০০০ টাকায় পূর্বাপেক্ষা ১ কুইন্টাল গম বেশি পাওয়া যায়। ১ কেজি গমের র্বতমান মূল্য কত?

    A
    ৭ টাকা

    B
    ৮ টাকা

    C
    ১০ টাকা

    D
    ৯ টাকা

    Note: Not available
    1. Report
  10. Question: একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ঐ সরলরেখার এক-চতুথাংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল কত গুণ?

    A
    ২ গুন

    B
    ৪ গুন

    C
    ৮ গুন

    D
    ১৬ গুন

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd