Question: বিপরীত শব্দ দেখে নাও। ফাঁকা ঘরে ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করো।
(ভালো - মন্দ) (ঠান্ড - গরম) (ঘরে - বাইরে) (ভারি - হালকা) (টক - মিষ্টি)
ক. আমার মা .......... রান্না করেন।
খ. ভাপা পিঠা .......... খেতে মজা লাগে।
গ. প্রচন্ড রোদে .......... বের হওয়া যায় না।
ঘ. হেমন্তকালে .......... শীত পড়ে।
ঙ. শীতের সকালে রোদ বেশ .......... লাগে।
Aক. আমার মা ভালো রান্না করেন। খ. ভাপা পিঠা গরম খেতে মজা লাগে। গ. প্রচন্ড রোদে বিইরে বের হওয়া যায় না। ঘ. হেমন্তকালে হালকা শীত পড়ে। ঙ. শীতের সকালে রোদ বেশ মিষ্টি লাগে।
Note: Not available