Question:আজ ১৬ই ডিসেম্বর। মিঠুন ও তার স্কুলের শিক্ষার্থীরা স্কুল প্রাঙ্গনে জড়ো হয়। বিজয় উল্লাসে মেতে ওঠে সবাই। অালোচনা সভায় সম্মানিত শিক্ষকগণ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান সম্পর্কে বলেন। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ, ২৬শে মার্চের স্বাধীনতার ঘোষণা, তাঁর সোনার বাংলা গড়ে তোলার সপ্নের কথা মিঠুনও আলোচনা থেকে জানতে পারে। বঙ্গবন্ধুর সোনার বাংলা কীভাবে গড়ে তোলা যায় বলে মনে কর ?
A অধিকার অর্জনের জন্য হরতাল পালন করে
B মানুষের গণতান্ত্রিক অধিকার, শিক্ষা ও অর্থনৈতিক মুক্তির মধ্য দিয়ে
C গরিবদুঃখীর সেবা করে
D ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলে
+ AnswerB
+ Report