1. Question: সুমনের ছোট ভাই প্রায় সারাদিন কম্পিউটারে বসার কারণে শারীরিক ভাবে অসুস্থ থাকে। সুমনের ভাইয়ের জন্য এখন কী করা উচিত?

    A
    কম্পিউটার বিক্রি করে দেয়া

    B
    পরিমিত পরিমাণে কম্পিউটার ব্যবহার করতে দেয়া

    C
    কম্পিউটারে বসলে পেটানো

    D
    কম্পিউটারের সংযোগ খুলে রাখা

    Note: Not available
    1. Report
  2. Question: কম্পিউটার গেমের প্রতি আসক্তি শিশুদের কোন দিকে ধাবিত করে?

    A
    বৃদ্ধির বিকাশ

    B
    মেধার বিকাশ

    C
    বিকলাংগতা

    D
    মানসিক অসুস্থতা

    Note: Not available
    1. Report
  3. Question: অনেক বেশি সময় ধরে কম্পিউটারের সামনে বসে থাকলে বিভিন্ন শারীরিক সমস্যা হতে পারে। যেমন-

    A
    পিঠে ব্যাথ্যা

    B
    কোমরে ব্যথা

    C
    আঙুলে ব্যথা, চোখের সমস্যা

    Note: Not available
    1. Report
  4. Question: কী-বোর্ড দিয়ে কাজ করার সময় যে অঙ্গগুলোতে বেশি চাপ পড়ে তা হলো-

    A
    আঙ্গুল

    B
    কব্জি

    C
    হাত

    Note: Not available
    1. Report
  5. Question: RSI সাধারণত শরীরের যেসব অঙ্গে হয় তা হলো-

    A
    আঙুলে

    B
    কব্জিতে

    C
    ঘাড়ে

    Note: Not available
    1. Report
  6. Question: তথ্য ও প্রযুক্তি ব্যবহারে আমাদের মনে রাখতে হবে-

    A
    আমরা যেন প্রযুক্তিকে ব্যবহার করি

    B
    প্রযুক্তি যেন আমাদেরকে ব্যবহার করে

    C
    প্রযুক্তি যেন কখনোই আমাদের ব্যভহার না করতে পারে

    Note: Not available
    1. Report
  7. Question: ছোট শিশুদের কম্পিউটারে অতিরিক্ত গেম খেলা উচিত নয় কারণ এতে শিশুরা-

    A
    মানসিকভাবে অসুস্থ হতে পারে

    B
    বোবা হয়ে যেতে পারে

    C
    গেমে আসক্ত হতে পারে

    Note: Not available
    1. Report
  8. Question: বর্তমানে অনেক তরুণ-তরুণী অসামাজিক। কারণ-

    A
    কম্পিউটারে ব্যবহৃত সামাজিক সম্পর্কের প্রতি ঝুঁকে পড়ে

    B
    সাইবার সম্পর্ককে সত্যিকার সম্পর্ক মনে করে

    C
    স্বাভাবিক সম্পর্ক ভুলে যায়

    Note: Not available
    1. Report
  9. Question: বেলাল দিনের নির্দিষ্ট সময়ে কম্পিউটারে গেম খেলে। কিন্তু শফিক অনেক বেশি সময় ধরে গেম খেলে। এর ফলে-

    A
    শফিক গেমে আস্কত হতে পারে

    B
    শফিকের চোখে সমস্যা দেখা দিতে পারে

    C
    বেলালের বুদ্ধি কমে যেতে পারে

    Note: Not available
    1. Report
  10. Question: বিভিন্নভাবে মানুষের শারীরিক বিকাশ ঘটে থাকে। শিশুদের শারীরিক বিকাশ ঘটে-

    A
    সাঁতার কাটলে

    B
    দৌড়াদৌড়ি করলে

    C
    ফুটবল খেললে

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd