Question: সালাতের ফরজ কয়টি?
Note: সালাতের রুকন ১৪টি। যথাঃনামাযের মোট ১৪টি ফরজ
নামায শুরুর পূর্বে (আহকাম):-
১. শরীর পাক
২. কাপড় পাক
৩. নামাযের স্থান পাক
৪. সতর আবৃত করা
৫. কেবলামুখী হয়ে দাঁড়ানো
৬. ওয়াক্ত মত নামায পড়া এবং
৭. নিয়ত করা।
নামায শুরুর পর (আরকান):-
১. তাকবীরে তাহরীমা বলে নামায শুরু করা
২. সক্ষম হলে দাড়িয়ে নামাজ পড়া
৩. কেরাত পড়া
৪. রুকু করা
৫. সেজদা করা
৬. নামাযে শেষ বৈঠকে বসা এবং
৭. ডানে বামে সালাম ফিরায়ে নামাজ শেষ করা।
কোন ফরজ ছুটে গেলে নামাজ হবে না । পুনরায় নামায আদায় করতে হবে ।