চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলী
 
  1. Question: পাঁচ (৫) অংকের বৃহত্তম সংখ্যার পরের সংখ্যাটি ৯৯৯৯৯৬ হবে।

    A
    সত্য

    B
    মিথ্যা

    Note: ১০০০০০ হবে
    1. Report
  2. Question: সাত (৭) অংকের ক্ষুদ্রতম সংখ্যার আগের সংখ্যাটি ১০০০০৬ হবে।

    A
    সত্য

    B
    মিথ্যা

    Note: ৯৯৯৯৯৯ হবে
    1. Report
  3. Question: “ঐকিক” কোন শব্দ থেকে এসেছে “একক” থেকে।

    A
    সত্য

    B
    মিথ্যা

    Note: Not available
    1. Report
  4. Question: ০ (শূণ্য) এর সাথে কোন সংখ্যা যোগ করলে যোগফল সেই সংখ্যাই হয়।

    A
    সত্য

    B
    মিথ্যা

    Note: Not available
    1. Report
  5. Question: ঝুড়ির সংখ্যা বাড়লে আমের সংখ্যাও বাড়বে।

    A
    সত্য

    B
    মিথ্যা

    Note: আমের সংখ্যা কমবে।
    1. Report
  6. Question: ১ ডজন কলার দাম ৩০ টাকা হলে, ৩ ডজন কলার দাম হবে ১০ টাকা।

    A
    সত্য

    B
    মিথ্যা

    Note: (৩০ × ৩ = ৯০) কলার দাম হবে ৯০ টাকা।
    1. Report
  7. Question: {} এটিকে তৃতীয় বন্ধনী বলে।

    A
    সত্য

    B
    মিথ্যা

    Note: এটি দ্বিতীয় বন্ধনী।
    1. Report
  8. Question: সরল এমন একটি রাশি; যা প্রাত্যহিক জীবনের অনেক সমস্যা, সংখ্যার মাধ্যমে গাণিতিক পরিভাষায় রূপান্তর করে রাশির সাহায্যে প্রকাশ করা হয়।

    A
    সত্য

    B
    মিথ্যা

    Note: Not available
    1. Report
  9. Question: বন্ধনীর কাজের মধ্যে [] এটির কাজ প্রথমে করতে হয়।

    A
    সত্য

    B
    মিথ্যা

    Note: [] এটির কাজ শেষে করতে হয়।
    1. Report
  10. Question: ক্যালকুলেটর ব্যবহার করে ৮ হতে ৬ বিয়োগ করতে হলে, কয়টি বোতাম টিপতে হবে?

    A
    ৪টি

    B
    ৩টি

    C
    ৫টি

    D
    ৬টি

    Note: On, 8, (-), 6, (=)
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd