গণিত - পঞ্চম শ্রেণি
 
  1. Question: ল. সা. গু. এর সূত্র কোনটি?

    A
    গ. সা. গু. × ল. সা. গু.

    B
    দুইটি সংখ্যার গুণফল ÷ ল. সা. গু.

    C
    দুইটি সংখ্যার গুণফল ÷ গ. সা. গু.

    D
    দুইটি সংখ্যার যোগফল ÷ গ. সা. গু.

    Note: Not available
    1. Report
  2. Question: ২৪ এর গুণনীয়ক কয়টি?

    A
    ৪টি

    B
    ৮টি

    C
    ৬টি

    D
    ১০টি

    Note: ১, ২, ৩, ৪, ৬, ৮, ১২ ও ২৪
    1. Report
  3. Question: ৩৬ এর গুণনীয়ক কয়টি?

    A
    ৩টি

    B
    ৫টি

    C
    ৯টি

    D
    ১১টি

    Note: ১, ২, ৩, ৪, ৬, ৯, ১২, ১৮ ও ৩৬
    1. Report
  4. Question: ১৮ এর প্রথম ৫টি গুণিতক হচ্ছে ১৮, ৩৬, ৫৪, ৭২ ও ৯০।

    A
    সত্য

    B
    মিথ্যা

    Note: Not available
    1. Report
  5. Question: গুণক = গুণফল ÷ গুণ্য, এটি গুণকের সূত্র।

    A
    সত্য

    B
    মিথ্যা

    Note: Not available
    1. Report
  6. Question: গুণ্য = গুণফল ÷ গুণক, এটি গুণফলের সূত্র।

    A
    সত্য

    B
    মিথ্যা

    Note: এটি গুণ্যের সূত্র।
    1. Report
  7. Question: ১টি জিনিসের দামকে নির্দিষ্ট সংখ্যা দিয়ে গুণ করলে ঐ নির্দিষ্ট সংখ্যক জিনিসের দাম পাওয়া যায়।

    A
    সত্য

    B
    মিথ্যা

    Note: Not available
    1. Report
  8. Question: তিন অংক বিশিষ্ট কোন গুণকের একক ও দশকের ঘরে ০(শূণ্য) থাকলে একক ও দশকের ঘরে ০(শূণ্যটি) দেখানো হয় না।

    A
    সত্য

    B
    মিথ্যা

    Note: Not available
    1. Report
  9. Question: ভাজ্য নিঃশেষে বিভাজ্য না হলে ভাগ করার সময় যে সংখ্যা অবশিষ্ট থাকে তাকে ভাগফল বলে।

    A
    সত্য

    B
    মিথ্যা

    Note: তাকে ভাগশেষ বলে।
    1. Report
  10. Question: ০ (শূণ্য) এর সাথে কোন সংখ্যা যোগ করলে যোগফল সেই সংখ্যাই হয়।

    A
    সত্য

    B
    মিথ্যা

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd