Question:সিপাহি বিদ্রোহের পাঁচটি কারন লেখ । 

Answer ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে অনেক আন্দোলন সংঘটিত হলেও ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহ ছিল সবচেয়ে সফল । এ বিদ্রোহের পাঁচটি কারন হলো - ১. কোম্পানীর সৈন্যবাহিনীতে ভারতের সৈন্য ছিল বেশি । তখন ৫০ হাজার ব্রিটিশ সৈন্যের সাথে ৩ লক্ষ ভারতীয় সৈনিক কাজ করত । ২. ১৮৫৬ সালের পর ভারতীয় সেন্যদের ভারেতের বাহিরেও কাজ করার নির্দেশ দেওয়া হয়েছিল । ৩. কামান ও বন্দুকের কার্তুজ পিচ্চিল করার জন্য গরু শুকরের চর্বি ব্যাবহারের গুজব ‍নিয়ে ধর্মীয় অশান্তি তৈরী করা হয়েছিল । ৪. সৈনিকদের মধ্যে সামাজিক বিশৃঙ্খলা তৈরী হয়েছিল । ৫. সাধারন মানুষও কাম্পানির শাসনের ওপর অসন্তুষ্ট ‍ছিল । 

+ Report
Total Preview: 1973
shipahi bidroher paঁchti karon lekh .
Copyright © 2024. Powered by Intellect Software Ltd