Question:ব্রিটিশ শাসনের দুইটি ভালো ও দুইটি খারাপ দিক উল্লেখ কর । 

Answer প্রায় দু শত বছর চলা ব্রিটিশ শাসনের কিছু ভালেক ও কিছু খারাপ দিক রয়েছে । ব্রিটিশ শাসনের ভালো দিক - ১. শিক্ষা ব্যাবস্থার উন্নতির জন্য নতুন নতুন স্কুল , কলেজ ও বিশ্ববিদ্যালয় একং ছাপাখানা প্রতিষ্ঠা করা হয় । ২ যোগাযোগ ব্যাবস্থার উন্নতির জন্য সড়কপথ, রেলপথ উন্নয়ন এবং টেলিগ্রাফের প্রচলন করা হয় । ‍ব্রিটিশ শাসনের খারাপ দিক - ১. ভাগ কর শাসন কর এই নীতির ফলে তারা এদেশের মানুষের মধ্যে ধর্ম বর্ন জাতি এবং অঞ্চলভেদে বিভেদ সৃষ্টি করেছিল । ২.অল্প সংখক জমিদারের নিকট অনেক জমির মালিকানা চলে যায় বেশিরভাগ মানুষই ভূমিহীন ও গরিব হয়ে যায় । ব্রিটিশদের শাসন ও শোসনের ফলে আমাদের সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে অনেক পরিবর্তনের সূচনা হয়েছিল । 

+ Report
Total Preview: 4187
britisho shashoner duiti valo o duiti kharap dik ullakh kar .
Copyright © 2024. Powered by Intellect Software Ltd