Answer প্রায় দু শত বছর চলা ব্রিটিশ শাসনের কিছু ভালেক ও কিছু খারাপ দিক রয়েছে ।
ব্রিটিশ শাসনের ভালো দিক -
১. শিক্ষা ব্যাবস্থার উন্নতির জন্য নতুন নতুন স্কুল , কলেজ ও বিশ্ববিদ্যালয় একং ছাপাখানা প্রতিষ্ঠা করা হয় ।
২ যোগাযোগ ব্যাবস্থার উন্নতির জন্য সড়কপথ, রেলপথ উন্নয়ন এবং টেলিগ্রাফের প্রচলন করা হয় ।
ব্রিটিশ শাসনের খারাপ দিক -
১. ভাগ কর শাসন কর এই নীতির ফলে তারা এদেশের মানুষের মধ্যে ধর্ম বর্ন জাতি এবং অঞ্চলভেদে বিভেদ সৃষ্টি করেছিল ।
২.অল্প সংখক জমিদারের নিকট অনেক জমির মালিকানা চলে যায় বেশিরভাগ মানুষই ভূমিহীন ও গরিব হয়ে যায় ।
ব্রিটিশদের শাসন ও শোসনের ফলে আমাদের সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে অনেক পরিবর্তনের সূচনা হয়েছিল ।