Question:বাংলার নবজাগরনে কারা অবদান রেখেছেন ?
Answer উনিশ শতকে শিক্ষা ও যোগাযোগ ব্যাবস্থার উন্নতির ফলে বাংলায় নবজাগরন ঘটে । বাংলার নবজাগরনে যারা অবদান রেখেছেন তাদের মধ্যে উল্লেথয়োগ্য হলেন - ১. রাজা রামমোহন রায় ২. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ৩.নবাব আবদুল লতিফ ৪. সৈয়দ আমীর আলী উপরিউক্ত চারজন ছাড়াও বাংলার আরো অনেকে নবজাগরনে ভূমিকা রেখেছিলেন।
+ Report
banglar nbojagrone kara obodan rekhechen ?