Answer বাংলার তরুন নবাব সিরাজ উদ-দৌলার সাথে তার পরিবারের কয়েক সদস্যর সম্পর্ক খারাপ ছিল । সেই সাথে কিছু ব্যাবসায়ী তার শাসনের বিরোধিতা ও ষড়যন্ত্র শুরু করে ।
এ সুযোগে বাংলার সম্পদ লোভী ইংরেজরা ১৯৫৭ সালের ২৩শে জুন পলাশীর যুদ্ধে শিরাজ উদ - দৌলাকে পরাজিত করে ।
এর ফলে বাংলায় ইংরেজ শাসন শুরু হয় । প্রায় দু-শত বছর বাংলার স্বাধীনতা ইংরেজদের হাতে চলে যায় । এতে করে বাংলার অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে অনেক পরিবর্তন শুরু হয় । শিক্ষা ও যোগাযোগ ব্যাবস্থার উন্নয়নের ফলে বাংলায় নবজাগরন ঘঠে ।
তাই পলাশীর যুদ্ধের ফলাফল ছিল সুদূর প্রসারী ।