Question:সিপাহি বিদ্রোহে বাংলার ভূমিকা কী ছিল ? 

Answer ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহ ছিল বাংলার ইতিহাসের গুরুত্বপুর্ন ঘটনা । সিপাহিদের দ্বারা এ বিদ্রোহ শুরু হলেও সাধারন মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে । সিপাহি বিদ্রোহ বাংলায় শুরু হয়েছিল । পশ্চিম বাংলার ব্যারাকপুরে মঙ্গল পান্ডার নেতৃত্বে এ বিদ্রোহ শুরু হয়ে সারা ভারতে ছড়িয়ে পড়ে । কোম্পানির সৈনিকদের বিরুদ্ধে বাংলার সৈনিকদের বিদ্রোহের ফলে ভারতের অন্যাণ্য স্থানে এ সংবাদ দ্রত ছড়িয়ে পড়ে । ফলে সমগ্য ভারতে কোম্পানির সৈন্যদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয । 

+ Report
Total Preview: 4294
shipahi bidrohe banglar bhূmika ki chil ?
Copyright © 2024. Powered by Intellect Software Ltd