Question:বাংলার শিক্ষা অর্থনীতিতে ব্রিটিশদের প্রভাব পাঁচটি বাক্য লেখ । 

Answer বাংলার শিক্ষা ও অর্থনীতিতে ব্রিটিশদের প্রভাব সম্পর্কিত পাঁচটি বাক্য - ১. ইংরেজদের মাধ্যমে বাংলায় ইংরেজি শিক্ষার প্রচলন হয় । ২. শিক্ষা বিস্তারে স্কুর কলেজ ও বিশ্ব বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় । ৩. আধুনিক ইংরেজি শিক্ষার ফলে এদেশে ক্রমে একটা ইংরেজি শিক্ষিত শ্রেনী গড়ে ওঠে । ৪. ব্রিটিশ শাসন আমলে বাংলার অর্থনীতির মেরুদন্ড কৃষি ও এককালের তাঁত শিল্প প্রায় ধংস হয়ে যায় । ৫. বাংলার শিল্প বানিজ্যও নানাভাবে ক্ষতিগ্রস্ত হয় । 

+ Report
Total Preview: 755
banglar shikha orothonetite britishoder provabo paঁchti bakjlekh .
Copyright © 2024. Powered by Intellect Software Ltd