Question:কত সালে ভারতে বাংলাসহ শাসনভার ব্রিটিশ সরকারের হাতে চরে যায় ? ব্রিটিশ শাসনের ভালো দিক সম্পর্কে চারটি বাক্য লেখ । 

Answer ১৮৫৮ সালে বাংলাসহ ভারতের শাসনভার ব্রিটিশ সরকারের হাতে চলে যায় । ব্রিটিশ শাসন আমলের ভালো দিক সম্পর্কে চারটি বাক্য - ১. নতুন নতুন স্কুর কলেজ বিশ্ববিদ্যালয় ও ছাপাখানা প্রতিষ্ঠার ফলে শিক্ষা ব্যাবস্থার উন্নতি হয় । ২. টেলিগ্রাফ ব্যাবস্থার প্রচলন ঘটে। ৩. সড়ক ও রেলপথ উন্নয়নের ফলে যোগাযোগ ব্যাবস্থার উন্নতি হয় । ৪. শিক্ষা ও যোগাযোগ ব্যাবস্থার উন্নয়নের ফলে উনিশ শতকে বাংলায় নবজাগরন ঘটে । 

+ Report
Total Preview: 524
koto shale varote banglashoho shashonvar britisho shorokarer hate chre jay ? britisho shashoner valo dik shomoparoke charoti bakjlekh .
Copyright © 2024. Powered by Intellect Software Ltd