Question:১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহের গুরুত্ব পাঁচটি বাক্য লেখ । 

Answer ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহের গুরুত্ব পাঁচটি বাক্য লেখা হলো ১. ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহ ছিল প্রথম ব্রিটিশ বিরোধি স্বাধীনতা সংগ্রাম । ২. এই বিদ্রোহের মুল উদ্দেশ্য ছিল ইংরেজ শাসনের অবসান ঘটিয়ে ভারতবর্ষকে স্বাধীন করা । ৩. সিপাহি বিদ্রোহে বিদ্রোহিরা পরাজিত হলেও এর ফলেই কোম্পানীর শাসনের অবসান হয় । ৪. শুরু হয় ব্রিটিশ রাজা তথা রানী ভিক্টোরিয়ার শাসন । ৫. জাতি ধর্ম বর্ন গোত্রের ক্ষেত্রে ব্রিটিশ সরকার কোন বৈষম্যমুলক নীতি গ্রহন করবেনা বলে রানী ভিক্টোরিয়া প্রতিশ্রুতি দেন । 

+ Report
Total Preview: 508
১৮৫৭ shaler shipahi bidroher gurutto paঁchti bakjlekh .
Copyright © 2024. Powered by Intellect Software Ltd